মোঃ হোসেন গাজী।।
হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নে আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে ফেব্রুয়ারী রবিবার সকালে দক্ষিণ আলগী আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ সম্পন্ন।
আইডিয়াল স্কুলের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি আঃ রশিদ ভুঁইয়ার সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা, পরিচালক মোঃ তাজুল ইসলাম ভুঁইয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী,মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম এ বাশার, চাঁদপুর জেলা পরিষদ সদস্য খোরশেদ আলম সিকদার, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন চৌধুরী, চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক গোফরান হোসেন, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলি( জনি) হাইমচর কলেজের সাবেক অধ্যাপক মুকবুল মাষ্টার, দুর্গাপুর হাই স্কুলের সাবেক শিক্ষক জয়দেব চন্দ্র দত্ত,
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ সময় আইডিয়াল স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।