আবদুল কাদির জীবন, সিলেট মহানগর প্রতিনিধি : সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮১২ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারী ২০২৩) সন্ধা ৭ ঘটিকার সময় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ঔপন্যাসিক সিরাজুল হকের সভাপতিত্বে ও সিলেট মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক ও ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও মোবাইল পাঠাগারের জীবন সদস্য সৈয়দ রেজাউল হক। পঠিত লেখার উপর আলোচনা করেন ছড়াকার কবির আশরাফ।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ ও বক্তব্য রাখেন কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, গীতিকার বাহা উদ্দিন বাহার, প্রাবন্ধিক মুস্তাফিজ সৈয়দ, কবি জুবের আহমদ সার্জন, কবি মকসুদ আহমদ লাল, গীতিকার সাজিদুর রহমান, কবি কামাল আহমদ, খালেদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান থেকে তেলাওয়াত করেন ছড়াকার ফতহুল করিম।