এবার ডিজিটাল রেস্তোরাঁ খুললেন সাকিব আল হাসান।

‘সাকিব`স ডাইনে’র এর পর এবার ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান আরেকটি রেস্তোরাঁ চালু করলেন। এই রেস্তোরাঁটির নাম ‘সাকিব’স’। এটি রাজধানীর বানানীতে অবস্থিত। রেস্তোরাঁটিতে ভোজন রসিকরা লেনোভোর মাল্টিমোড ইয়োগা ট্যাবলেট ২ পিসির মাধ্যমে খাবারের ফরমায়েশ দিতে পারবেন।

আজ সাকিব আল হাসানের নতুন রেস্তোরাঁটি উদ্বোধন করা হয়। এ সময় সাকিব ও লেনোভোর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের বন্ধনকে আরো জোরালো করার ঘোষণা দেন লেনোভো ও সাকিব আল হাসান।

অনুষ্ঠানে সাকিব জানান তার রেস্টুরেন্টের আকর্ষণকে আরো বাড়িয়ে দেবে লেনোভো’র মাল্টি-মোড ইয়োগা ট্যাবলেট ২। কেননা, ক্রেতারা খুব সহজেই এই ট্যাবের মাধ্যমে খাবারের ফরমায়েশ দিতে পারবেন।

বাংলাদেশে লোনোভো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল এবং তরুণদের মাঝে একজন আইকন হিসাবে প্রতিষ্ঠিত। এখনকার নেট-জেন ভোক্তাদের কথা মাথায় রেখে লেনোভো তার পণ্যের পসরা সাজিয়েছে। স্টাইল ও পারফরমেন্সের কারণে সাকিবের প্রিয় ব্র্যান্ড লেনোভো।

লেনোভো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে তার ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে সাকিব আল হাসান বলেন, ‘লেনোভো’র সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। কারণ একমাত্র লেনোভোই এমন একটি টেক ব্র্যান্ড যা ভিন্ন মাত্রার পরিপূর্ণ প্রাযুক্তিক সুবিধাবলী প্রদান করে।’

অনুষ্ঠানে লেনোভো`র হেড ওভারসিস (সাউথ এশিয়া) অঞ্জন বড়ুয়া উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (বিকাল ৪:২৮)
  • ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাবান, ১৪৪৪ হিজরি
  • ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১