কবিতা: নিছক সমাধিকার – কবি বি এম ওমর ফারুক

সম-অধিকার চাচ্ছে এমন নারীদের বলছি কিছু কথা
ক্ষমা করবেন আমার কথায় কাহারো লাগে যদি ব্যথা ।।
নারীর অধিকার নিয়ে আজ হচ্ছে বৈকি বাড়াবাড়ি,
সর্বস্তরে সমাধিকার চাচ্ছে সে কেমন নারী ।।
নারী তুমি মহারানী পর্দায় থেকে বসে বসে খাবে,
তোমার সুখের জন্য পুরুষেরাভারী কাজে যাবে।।
আল্লাহপাকনারীর অধিকার দিলেন বারো আনা,
অজ্ঞতার কারণে আজ তারা চাচ্ছেন আট আনা।।
ভারী কাজ কষ্ট হবে বলে কাজের চাপ দিলেন চার আনা,
আল্লাহর কথা অমান্য করে কাজ চাই আট আনা।।
সমঅধিকার চাইছো তো বেশ ঠেলাগাড়ীঠেলো,
শাড়ি ছেড়ে লুঙ্গি পড়ে নৌকায় গিয়ে হেইয়া হো হেইয়া বলো।।
লাঙ্গল চাষ আর কামার কাজে হামাগুড়ি লোও হাতে,
সকালবেলা বাড়ি ছাড়বে আর ফিরবে মধ্যরাতে।।
মাঠ পর্যায়ে যেসব নারী আছেন নানান কাজে,
কুদরতি লাবণ্য হারিয়ে তারা কসমেটিক দিয়ে সাজে।।
সম অধিকারের ধুয়া তুলে দেখায় স্তন উরু ভুড়ি,
তাই বলে তো সব পুষের জাগেনা সুড়সুড়ি।।
পর পুরুষের সাথে চলাফেরা আল্লাহ করলেন হারাম,
সত্য কথা শক্ত লাগে শুনতে লাগে না আরাম।।
যে নারী নিজের ইজ্জত নিজে রক্ষা করতে নাহি পারে,
সম অধিকারের স্লোগান বলো মানায় কি তাহারে।।
ফরেজগার পর্দানশীলনারী আল্লাহর কাছে চাহেনযাহা,
কোন আবদার বিফলে যায়না কবুল হইবে তাহা।।
নারী জন্য প্রতি মাসে ৩/১০দিন নামাজ করলো মাপ,
তাই বলে তো কোন পুরুষ সমঅধিকারের দেয় না লাভ।।
ওয়াক্ত মত ও জামাতের অপেক্ষা পুরুষের করতে হয়,
নারীর ক্ষেত্রে সহজ শর্ত নামাজ আদায় করলেই হয়।
,সন্তানের অনুগ্রহ, স্বামী ও বাবার সম্পত্তির উপর আছে অধিকার,
সম-অধিকারচেয়েতাহারা পরিচয় দিল স্বল্প বুদ্ধি তার।।
১১৪খানা সূরার মধ্যে একটি নারীর নামে সূরায় নিসা,
পুরুষের নামে কোন সূরা নেই বলছি কি ভাই মিশা।।
সর্বপ্রথম ঈমান আনেন হযরত খাদিজাতুল কুবরা,
সর্বপ্রথম কুরআনে হাফেজ হযরত আয়েশা সিদ্দিকা।।
সর্বপ্রথম আল্লাহর পথে জীবন দিলেন হযরত সুমাইয়া,
সর্বপ্রথম ঈমান রক্ষার্থে নির্যাতিত হলেন হযরত আসিয়া।।
ওহে নারী শয়তানি ছাড়ি এসো আল্লাহর পথে,
মানুষের তৈরি মতবাদছাড়- চলোনা নিজের মতে।।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৫:৪১)
  • ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি
  • ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০