নড়াইলের নড়াগাতীতে সাংবাদিক কে হত্যার চেষ্টা

 

স্টাফ রিপোর্টারঃ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে জাতীয় দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার বিভাগীয় ক্রাইম রিপোর্টার মোঃ তরিকুল ইসলামকে মারপিট করেছে সন্ত্রাসীরা। এ সময় তার কাছে থাকা ৪৫ হাজার টাকা দামের একটি ক্যামেরা ও কাছে থাকা ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয় ঐ সন্ত্রাসী বাহিনী।
৮ মার্চ (বুধবার) রাত ৯টায় বাঐসোনা ইউনিয়নের পশ্চিম ডুমরিয়া গ্রামের বাবর শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক তরিকুল ইসলাম নড়াগাতী গ্রামের মৃত সিরাজ ফকিরের ছেলে। তিনি বর্তমানে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ওই দিন রাত পৌনে ৯টার দিকে ওই গ্রামের সমির শেখ নামে এক ব্যক্তি ফোনে জানায়, পশ্চিম ডুমরিয়া গ্রামের বাবর শেখের বাড়িতে যোগানিয়া গ্রামের ছবুর তালুকদারের ছেলে জসিম কে অপকর্মের দায়ে আটকিয়ে মারতেছে। তাৎক্ষণিক তিনি বিষয়টি নড়াগাতী থানা পুলিশকে অবহিত করে ঘটনাস্থলে পৌছালে, বাবর শেখ(৫৫)সহ, ওই গ্রামের জাফর শেখ (৪৫) পিতা মৃত মঘফুল শেখ, আহম্মাদ বিশ্বাস (৩৫), সামিম বিশ্বাস (৩৮) সুমন বিশ্বাস (৪০), ইমন বিশ্বাস (২২) সর্ব পিতা মৃত মজনু বিশ্বাস, আকাশ শেখ (২১) পিতা জাফর শেখ, খায়রুল শেখ (৩৫) জাজিম শেখ (২৭) উভয় পিতা হোছিয়ার শেখ, রিয়াজুল সরদার (৩৫) পিতা মৃত হানেফ সরদার, হোসাইন কাজী (৩৫) হাচান কাজী (৩৫), উভয় পিতা ওবায়দুল কাজী, আসাদ শেখ(২১) পিতা তয়েব শেখ, মেহেদী শেখ (২১)পিতা হোসেন শেখ, হাফিজুর শেখ (৪০) পিতা খোকা শেখ, বাসার শেখ (২১) পিতা শাহাজান শেখসহ ১৫/২০ জন এসে সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার উদ্দেশ্যে লোহার রড, বাঁশের লাঠি, হাতুড়ি গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি মারপিট ও কিলঘুষি শুরু করে। এ সময় কাছে থাকা ৪৫ হাজার টাকা দামের একটি ক্যামেরা ও পকেটে থাকা ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয় ঐ সন্ত্রাসী বাহিনীর লোকেরা। অতঃপর নড়াগাতী থানা পুলিশ তাকে উদ্ধার করে।
এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়েরের করবেন বলে জানিয়েছেন।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন, এ বিষয়ে কোন অভিযোগ এখনো পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নিব।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (ভোর ৫:০২)
  • ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১