ডেল্টা প্লান বাস্তবায়নে রাউজান পৌরসভার উন্নয়ন প্রকল্পের স্থান পরিদর্শনে নেদারল্যান্ডের প্রতিনিধিদল

 

রাউজান প্রতিনিধি:
নেদারল্যান্ডের অর্থায়নে ডেল্টা প্লানের পাইলট প্রকল্পের আওতায় চট্টগ্রামের রাউজান পৌরসভার উন্নয়ন প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন দেশটির প্রতিনিধিদল। পরিদর্শনকালে প্রতিনিধিদল রাউজান পৌরসভায় পৌর মেয়র, জনপ্রতিনিধিসহ পৌরনাগরিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।১৩ মার্চ সোমবার দুপুরে রাউজান পৌরসভার সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অতিথি ছিলেন প্রকল্প কর্মকর্তা প্রফেসর ক্রিস জেভেনবার্গেন। মতবিনিময় সভায় প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন পরামর্শক ড. ফারহানা হোসাইন, প্রকল্পের পরিচালক শামীমুল ওয়াহাব চৌধুরী, প্রকৌশলী হাবিব ইব্রাহিম রহমতউল্লাহ। প্রতিনিধি দলের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন  প্রকৌশলী সাকিব রণি, গাজী মোস্তাকিম আলী, মোহাম্মদ আশরাফুল আলম। এ সময় বক্তব্য রাখেন রাউজান পৌর সভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, শওকত হাসান, পৌর সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, সৈয়দা রেহেনা আফরোজা, প্রকৌশলী ওয়াসিম আকরামসহ পেশাজীবি নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৬:০১)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১