রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার সকালে উপজেলা সম্মেল কক্ষে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার।সেমিনারে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নেওয়াজ মোর্শেদ, কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন অফিসার শাহ-ই জাহান,সমাজ সেবা অফিসার মনিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচনায় বক্তারা বলেন,ভোক্তা অধিকার সংরক্ষণে শুধু প্রশাসন কাজ করলে হবে না। সাথে আমাদের সবাইকে সজাগ হতে হবে। কোন পণ্য কেনার আগে দাম ও তারিখ দেখে কিনতে হবে। খোলা কোন খাবার কেনা যাবে না। কোথাও কোন ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হলে প্রশাসনকে অবহিত করতে হবে।