কলাপাড়ার মহিপুরে সাপুরের কাছ থেকে ৫ সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হলো

 

মোঃজাফর ইকবাল :কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে স্বপন নামের এক সাপুড়ের কাছ থেকে তিন প্রজাতির ৫টি সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

রোববার (১৯ মার্চ) দুপুরে লতিফপুর গ্রাম থেকে এসব সাপ উদ্ধার করা হয়। পরে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেম্বুর বনে সাপগুলো অবমুক্ত করা হয়। অবমুক্ত করা সাপগুলোর মধ্যে, বিষধর পদ্ম গোখরা ৩টি, দাঁড়াশ ১টি ও বার্মিজ অজগর ১টি।

অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, এক সাপুড়ে লতিফপুর গ্রামে বেশ কয়েকটি সাপ দিয়ে খেলা দেখাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপগুলো উদ্ধার করি। পরে বন বিভাগের সহায়তায় সাপগুলো বনে অবমুক্ত করা হয়।’

পটুয়াখালী জেলা বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন বলেন, ‘সাপগুলো দিয়ে খেলা দেখাতো ওই সাপুড়ে। পরে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সহায়তা সাপগুলো উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।’

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (রাত ৮:০১)
  • ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি
  • ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০