৭০ বছর বয়সে বিয়ে করলেন অধ্যাপক শওকত আলী

বিনোদন ডেস্ক:২৪ মার্চ
আজীবন চিরকুমার থাকার পণ করলেও অবশেষে পণ ভেঙেছেন বাগেরহাট সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক শওকত আলী। ৭০ বছর বয়সে বসেছেন বিয়ের পিঁড়িতে। মোংলা উপজেলার শাহিদা আক্তার নাজুর (৩৫) সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
শনিবার (১৮ মার্চ) জাঁকজমকভাবে বিয়ের পিঁড়িতে বসেন অধ্যাপক শওকত আলী ও ৩৫ বছর বয়সী কনে শাহিদা আক্তার। ১০ লাখ এক টাকা দেনমোহরে এই বিয়ে অনুষ্ঠিত হয়।

বাগেরহাটের রামপাল সরকারি কলেজে দীর্ঘ সময় ধরে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন বর শওকত আলী। পরিবারে হাল ধরতে বিয়ে করা হয়নি তার। জীবনের মূল্যবান সময় তিনি শিক্ষকতায় ব্যয় করেছেন। পাশাপাশি নিজেকে নিয়োজিত রেখেছেন সমাজসেবাতেও। বিয়ের কথা বলা হলেও তিনি কখনও রাজি হননি। বলতেন চিরকুমার থাকবেন। তবে অবসরে যাওয়ার পর থেকে তিনি একাকীত্ব বোধ করছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সন্ধ্যা ৬:০৮)
  • ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি
  • ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০