জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভা হয়েছে।
২৫ মার্চ শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই আলোচনা সভা হয়।
উপজেলা প্রশাসন সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।
বক্তব্য দেন উপজলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিকার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী প্রমুখ।
ওই সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. ইসহাক আলী, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, ইসলামী ফাউন্ডেশন নকলার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ নজরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।