ঠাকুরগাঁওয়ে বাসন্তী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হতে যাচ্ছে হিন্দু ধর্মালম্বীদের বাসন্তী পুজা।
পৌর শহরের মন্দির পাড়া এলাকায় অবস্থিত গোবিন্দ জিউ মন্দিরে এ পুজার আয়োজন করা হয়েছে।
পূজা উপলক্ষে এরই মধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ।
সোমবার দেবীর আমন্ত্রণ অধিবাস এরপর মঙ্গলবার ২৮ মার্চ সকালে কলাবউ স্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে সপ্তমী বিহিত পূজা।
জেলার রাণীশংকৈল উপজেলায় নেকমরদ কাদিহাট থেকে আসা প্রতিমা কারিগর নির্মল মালাকার বলেন আমরা দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছি। প্রতিমা বানানোর কাজ প্রায় শেষের দিকে আর একদিনের মধ্যে কাজ সম্পূর্ণ হবে।
এদিকে বাসন্তী পূজা মন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার দে জানিয়েছেন আমাদের এখানে ধর্ম-বর্ণ-নর্বিশেষে সকলেই একসাথে এই বাসন্তী মায়ের পূজায় অংশগ্রহণ করি।
পূজা উপলক্ষে আমরা মন্দিরে সকল সাজসজ্জা কাজকর্ম সম্পন্ন করেছি। প্রতিবারের নেয় এবারও আমরা সকলকে নিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবমুখর পরিবেশে বাসন্তী পূজা পালন করব।
আসছে শুক্রবার ৩১ মার্চ দশমী পূজার মধ্য দিয়ে সমাপ্ত হবে। এরপর বিকেলে পৌর শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় এর পেছনে টাঙ্গন নদীর দুর্গার ঘাটে প্রতিমা বিসর্জন করা হবে।
জয় মহন্ত অলক
ঠাকুরগাঁও

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ৩:০৪)
  • ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০