রামপালে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

 

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদা, সম্মান ও শ্রদ্ধার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচীর আয়োজন করে। (২৬ মার্চ ২০২৩) রবিবার সকাল ৬.৩০ টায় রামপাল থানা প্রাঙ্গণে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সকাল ৮.০০ টায় রামপাল উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রামপাল মুক্তিযোদ্ধা সংসদ ও রামপাল থানাসহ বেশ কয়েটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রকিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। পুষ্পমাল্য অর্পণ শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ প্রদর্শণ করা হয়। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে রামপাল উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম’র সভাপতিত্বে এবং রামপাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রভাষক মো: সাইফুল আলম বকতিয়ার’র সঞ্চালনায় সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: নুরুল হক লিপন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: হোসনেয়ারা মিলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভ‚মি) শেখ সালাউদ্দিন দিপু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ, রামপাল থানার ওসি মো: সামসুদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমেদ, রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সচিব বীর মুক্তিযোদ্ধা কালীপদ অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: হামীম নূরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রাণী মন্ডল, রামপাল থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম সরকার, বাগেরহাট জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহম্মেদ প্রিন্স, উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন সরকার, উপজেলা প্রকৌশলী মো: গোলজার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মতিয়ার রহমানসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ১২:২৬)
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০