শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন বাইডেন

নিউজ ডেস্ক:

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (২৭ মার্চ) এক চিঠিতে এই শুভেচ্ছা জানান তিনি।

জো বাইডেন বলেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও স্বাধীনতার মূল্য গভীরভাবে উপলব্ধি করে। কারণ তারা ১৯৭১ সালে নিজেদের ভাগ্য বেছে নিতে এবং নিজ ভাষায় কথা বলার জন্য সাহসের সাথে লড়াই করেছিল।

তিনি আরো বলেন, বাংলাদেশ যখন তার পরবর্তী নির্বাচনের কাছাকাছি তখন আমি মনে করিয়ে দিতে চাই যে, আমাদের উভয় দেশের জনগণ গণতন্ত্র, সমতা, মানবাধিকারের প্রতি সম্মান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে।

বাইডেন আরো বলেন, বাংলাদেশ প্রায় ১০ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সহানুভূতি এবং উদারতার একটি উদাহরণ স্থাপন করেছে। আমরা রোহিঙ্গা সঙ্কটের দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করা এবং অপরাধীদের জবাবদিহিতার জন্য অঙ্গীকারবদ্ধ।

ভোরের কাগজ

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৬:৫৫)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১