মৌলভীবাজারে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

মৌলভীবাজার সদর প্রতিনিধি:

গতকাল (২৮ মার্চ) মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে কালা মিয়া ওরফে কালাই নামে ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর মডেল থানার এএসআই সুখলাল দাশ সঙ্গীয় অফিসার ফোর্সসহ মৌলভীবাজার সদর থানাধীন কাগাবালা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কালা মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানার ২০২০ সালের একটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামি কালা মিয়া @ কালাই মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।

আজ সকালে আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (রাত ১০:১১)
  • ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি
  • ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১