পাত্রী দেখতে গিয়ে হবু শাশুড়িকে নিয়ে পালাল যুবক

নিউজ ডেস্ক:

পাত্রী দেখতে গিয়ে হবু শাশুড়িকে নিয়ে পালিয়েছে এক যুবক। স্ত্রীকে ফিরে পেতে পুলিশের দারস্থ হয়েছেন ওই নারীর স্বামী।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মালদহের গাজোলে এ ঘটনা ঘটেছে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন এক যুবক। পাত্রীর পাশে বসা ছিলেন হবু শাশুড়ি। তাকে দেখেই মন দিয়ে ফেলেন ওই যুবক। হবু শাশুড়িরও মন যায় গলে।  এরপর রাতে ঘর ছাড়েন দুজনে। ওই নারীর বিবাহযোগ্য মেয়ে-সহ ৩ সন্তান রয়েছে।

পাত্রীর পরিবারের দাবি, দুজনেই ভিন্ন রাজ্যে পালিয়েছেন। তবে নিজের স্ত্রীকে ‘হারিয়ে’ তার ছবি হাতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই নারীর স্বামী।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে বাড়ি থেকে উধাও ওই গৃহবধূ। নানা জায়গায় খোঁজ করলেও তার হদিস মিলছে না।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিত্তে তল্লাশি শুরু করেছেন তারা।

ওই নারীর স্বামী বলেন, বাড়িতে বিবাহযোগ্য মেয়ে রয়েছে। তার বিয়ের জন্য বেশ কিছু দিন ধরেই ভালো পাত্রের খোঁজ করছিলাম। ২৫ মার্চ বিয়ের প্রস্তাব নিয়ে আমার মেয়েকে দেখতে এসেছিলেন গাজোলের এক যুবক। আমার বাড়িতে বসেই মেয়ের সঙ্গে দেখাশোনাও হয়।

এরপর থেকেই আমার স্ত্রী নিখোঁজ রয়েছে বলে দাবি করে তিনি বলেন, সেদিন মেয়ের সঙ্গে কথাবার্তা সেরে যুবকটি চলে যাওয়ার পরই আমার স্ত্রী বাজারে যাওয়ার অজুহাতে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি।

ওই নারীর পরিবারের সদস্যদের দাবি, তারা জানতে পেরেছেন, যে যুবকটি তাদের মেয়েকে দেখতে এসেছিলেন, তার সঙ্গেই ভিন্ন রাজ্যে পালিয়ে গেছেন হবু শাশুড়ি।

মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, গাজোল থানায় স্ত্রী নিখোঁজের অভিযোগ করা হয়েছে। তবে প্রাপ্তবয়স্করা স্বেচ্ছায় ঘর ছাড়লে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। ওই নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে তার খোঁজ শুরু হয়েছে।

যুগান্তর

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ১২:৪৬)
  • ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০