খাইয়ারা রাস্তার মাথার রাইচ মিলের পাশের রাস্তাটা নিয়ে রাজনীতি

খাইয়ারা রাস্তার মাথার রাইচ মিলের পাশের রাস্তাটা নিয়ে রাজনীতি, দাবিটা সত্য হলেও প্রতিবাদটি মিথ্যা। ইতিহাস না জেনে, ইতিহাস লিখলে এতে জাতির মঙ্গল এর চেয়ে অমঙ্গল হয় বেশী। ফরহাদনগরের প্রবেশমুখেই, রাইস মিল এবং ব্রীক ফিল্ডের পাশে যে রাস্তাটি এটি মুলতঃ ফাজিলপুরের একটি অংশ। ফরহাদ নগরের জনপ্রতিনিধি টিপু চেয়ারম্যান রাস্তাটি বারবার সংস্কার করলেও, রাইস মিল এবং ব্রিকফিল্ডের বড় বড় গাড়ি আসা যাওয়ার কারণে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয় বেশি। ফরহাদ নগর ইউনিয়নের জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে, টিপু চেয়ারম্যান ফাজিল পুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল রিপন সাহেবের সহযোগিতা কামনা করেন। অন্যদিকে ফরহাদ নগরের জনগণের দুর্ভোগ কমাতে, রাইস মিল এবং ব্রিকফিল্ডের মালিকদের বিকল্প রাস্তা অর্থাৎ নিজেদের ব্যক্তিগত রাস্তা বানানোর জন্য প্রস্তাব রাখেন। টিপু চেয়ারম্যানের প্রস্তাব প্রত্যাখ্যান না করলেও, প্রস্তাব মেনে নিয়েছেন এমন কোন কিছু বোঝা যাচ্ছে না। লোকোমুখে শুনলাম, রাইস মিল এবং ব্রিকফিল্ডের মালিকের হাত অনেক লম্বা…….!! ক্ষমতার বাইরে গিয়ে টিপু চেয়ারম্যান দাপট দেখালে, সফলতার চেয়ে ক্ষতির সম্ভাবনা শতভাগ বেশি। একভদ্রলোক বললেন, সত্যিকার অর্থে এই সমস্যার সমাধান করতে হলে এমপির হস্তক্ষেপ কামনা করতে হবে, এবং ফাজিল পুরের রিপন চেয়ারম্যানের সহযোগিতা একান্ত কাম্য।।

———এম ডি করিম স্বপন

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ১০:১১)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১