রাজারঁগাও মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের

 

চাঁদপুর প্রতিনিধি:

জায়গা জমির জের ধরে তারিখ ০২/০৪/২৩ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁ ইউনিয়নের বিকেলে ৮নং ওয়ার্ড পূর্ব রাজারগাঁ গাবতলি বাজার ভূঁইয়া বাড়ীতে মুক্তি যোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, এ ঘটনায় আহত বিল্লাল ভূইয়ার পরিবার ন্যায় বিচার পেতে প্রথমত হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করে পরে চাঁদপুর আদালতে ৫ জন কে আসামি করে মামলা করেছেন। এবং আদালত মামলাটি তদন্তের আদেশ দিয়েছেন বলে আহতর পরিবার বলেছেন, এদিকে এই মামলার হাত থেকে নিজেদের বাঁচতে আসামি পক্ষ নাটোকীয় একটি মামলা করেছেন পরের দিন, বলতে গেলে কাউন্টার মামলা বলেই চলে।

সরজমিন গিয়ে জানা যায় নজরুল ইসলাম ভূইয়া গং এর হামলায় মুক্তি যোদ্ধা পরিবারের আহত হয়েছেন।
১/আবুল হোসেন( ২৯ পিতাঃ বিল্লাল ভূইয়া মাতাঃ খুকি বেগম ২/বিল্লাল ভূঁইয়া (৬০) পিতাঃমৃত বীর মুক্তিযুদ্ধা ইদ্রিস ভূঁইয়া মাতাঃমৃত মাজুদা বেগম৩/ খুকি বেগম (৫০) পিতাঃ মৃত মুসলিম খাঁ মাতাঃ মৃত আছিয়া খাতুন ৪/মেঘলা আক্তার (১৬) ৫/ শিশু আবির ১১ মাস
মাতাঃ সাগরিকা পিতাঃ নবীর ইসালাম ৬/ ঝর্না বেগম (২৩) স্বামীঃ আবুল ভূঁইয়া সহ আরো অনেকে, আহতরা জানান জমি সংক্রান্ত বিরোধ এর জের ধরে ওই দিন নিজ বাড়িতে কথার কাটা কাটির এক পর্যায় সন্ত্রাসী হামলা করে ১/ নজরুল ইসলাম (৩৬) পিতাঃ মোখলেস ভূইয়া মাতাঃ মাজেদা বেগম ২/ জামাল ভূঁইয়া (৫২) পিতাঃ ইসমাইল ভূঁইয়া মাতাঃমৃত সাফিয়া বেগম ৩/ মোখলেস ভূইয়া( ৬৩) পিতাঃ ইসমাইল ভূঁইয়া
মাতাঃমৃত সাফিয়া বেগম ৪/ শাকিল ভূইয়া (২২) পিতাঃ মিজান ভূঁইয়া মাতাঃ মণি বেগম ৫/ মায়া বেগম (৩৩)

এদের হামলার পরে, গাবতলি বাজারে দেশীয় অশ্র সহ রিকশার চেইন ও রট দিয়ে এলো পাতালি ভাবে
আবুল ভূইয়ার উপরে হামলা করলে, নজরুলের দায়ের কোপে আবুল এর মাথা কেটে যায়, তখন বাবা বিল্লাল হোসেন বাধা প্রধান করলে তাকেও এলোপাতালি ভাবে মারদর করলে, বিল্লাল এর গলার পাশ কেটে যায়, এছারা হাটু ও হাতের পাঞ্জার উপরে নিলা ফুলা হয়ে যায়, তাদের ডাক চিৎকারে আহতর পরিবার ছুটে এসে রক্তাক্ত অবস্থায়
আবুল ভূঁইয়া (২৯)পিতাঃ বিল্লাল ভূইয়াঁ মাতাঃ খুকি বেগম ঘটনার পর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে, গুরুতর অবস্থায় কর্মরত চিকিৎসক আবুলের অবস্থা আশংকা জনক দেখে ভর্তি করে রাখেন, বিগত ৩ দিন চিকিৎসাধিন
অবস্থা ছিলো আবুল সহ পরিবারের বাকী আহত সদস্যরা।

অপর দিকে নজরুল ভূইয়াদের ভয়ে গাবতলি বাজারের দোকানীরা মুখ খুলতে নারাজ, তারা ঘটনার সময় থেকেও আসল ঘটনা এরিয়ে গিয়েছেন। যার কারনে বোঝা যায় নজরুল ভূইয়া গংরা অনেক সন্ত্রাসী প্রকৃতির লোকজন।

বিল্লাল ভূইয়ার মেয়ে বলেন আমি ছোট বেলা থেকে দেখে আসছি নজরুলরা আমার পরিবারের উপরে অমানসিক নির্যাতন করে আসছে তাদের অত্যাচারে আজ আমরা অতিষ্ঠ , তাই আইনের কাছে ন্যায় বিচারের দাবি করছি, আহত বিল্লাল আরো বলেন, ওরা আমার বসত ঘরের সাথে একটি গোয়াল ঘর এবং একটি লেপটিং করেছে তাদের পায়খানার দূর গন্ধে সহ গরুর গোবরের গন্ধে আমরা বসত ঘরেও ঘাকতে পারছি না।, তাদের বহ বার বলেও এর কোন প্রতিকার হয়নি। উল্টো তারা আমাদের মারতে আসে যখন তখন ওয়া আমাদের উপরে নির্যাতন করে, আর তাই আমরা ন্যায় বিচার পেতে আইনের আশ্রয় নিয়েছি, আশাকরি আইন আমাদের ন্যায় বিচার পাইয়ে দিবে, একই সাথে ওইসব সন্ত্রাসী হামলা কারিদের আইনের আওতায় আনার দাবি করছি।

অপর দিকে এবিষয়ে অভিযোগ কারি নজরুল গংদের সাক্ষাৎ নিতে বহু খুজেও তাদের বাড়িতে না পাওয়ার কারনে অভিযুক্ত কারির সাক্ষাৎকার তুলে ধরতে পারি নি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সন্ধ্যা ৭:৫২)
  • ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি
  • ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১