জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন ঈদ মানে আনন্দ, আনন্দ মানে খুশি। আমি আপনাদের সাথে সেই আনন্দ ভাগ করে নিতে এসেছি।
মতিয়া চৌধুরী ১৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে শেরপুরের নকলায় উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উরফা ইউনিয়নের সকল প্রাথমিক ও ইবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম ২০ জন শিক্ষার্থীর মাঝে আর্থিক প্রণোদনা, সকল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম ১০ জন শিক্ষার্থীর মাঝে থ্রি-পিস, নবম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম ৪ জন শিক্ষার্থীর মাঝে শাড়ী/থ্রি-পিস, এসএসসির টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ মেধাক্রমানুসারে প্রথম ১০ জন শিক্ষার্থীর মাঝে আর্থিক প্রণোদনা এবং উরফা ইউনিয়নের দরিদ্র, অসহায়দের মাঝে শাড়ী, ট্রাউজার, টি-সার্ট ও শার্ট বিতরণ করার সময় এসব কথা বলেন।
তিনি বলেন কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রীস্টান তা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের কথা হল যারা সেরাদের মধ্যে থাকবে তাঁরা অবশ্যই প্রণোদনা এবং সহায়তা পাবে।
ওইসময় শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, নালিতাবাড়ি পৌরসভার মেয়র আবু বাক্কার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ, ইউপি চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্রো, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক প্রমুখ মতিয়া চৌধুরীর সাথে ছিলেন।