রাউজান প্রতিনিধি:
রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় ও চিকদাইর ইউনিয়ন যুবলীগের ব্যবস্থাপনায় চিকদাইর ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। মঙ্গলবার বিকালে চিকদাইর ইউনিয়ন পরিষদে ৯০জন নেতাকর্মীদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাগের হোসেন, মোহাম্মদ লোকমান মেম্বার, মোহাম্মদ আলী, আকতার হোসেন, রোকন ফারুকী, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, কামরুল হাসান বারেক, শফিউল আজম, নোমান বিন আজিজি, আব্দুল নবী খোকন, রাহুল দে, ইউসুফ, ফয়সাল প্রমূখ।