স্টাফ রিপোটার।। সরকার জাতীয়ভাবে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ১ মার্চ’২৩ খ্রিঃ থেকে ৩০ এপ্রিল’২৩খ্রিঃ পর্যন্ত দুই মাস জাটকা রক্ষায় পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা জুড়ে ঘোষিত অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন নিষিদ্ধ করেছিলেন। আইন অমান্যকারীর বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখেছিলেন।
এরই ধারাবাহিকতায় প্রথম মাসে অর্থাৎ (১ মার্চ’২৩ থেকে ৩১ মার্চ’২৩ খ্রিঃ) পর্যন্ত নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল অধীনস্থ নরসিংপুর নৌ পুলিশের নিরলস পরিশ্রম, চৌকুসতা ও দক্ষতার সহিত সফল অভিযানে ৩৩ লাখ ৯৪ হাজার মিটার কারেন্ট জাল ( মুল্য ১০ কোটি ২০ হাজার টাকা), ৮০ কেজি জাটকা ( মুল্য ২৪ হাজার টাকা) জব্দসহ ১৩ জন অসাধু জেলেকে আটক করতে সক্ষম হয়।
দ্বিতীয় মাসে অর্থাৎ (১লা এপ্রিল ‘২৩ থেকে ৩০ এপ্রিল ‘২৩ খ্রিঃ) পর্যন্ত অভিযানে ১ কোটি ৩২ লাখ ৬’শ মিটার কারেন্ট জাল, ২’শ ২ কেজি জাটকা (৩০ কোটি ৯৯ লাখ ৪৬ হাজার টাকা) জব্দসহ ১৩ জন অসাধু জেলেকে আটক করে। অভিযানে ৫টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। এব্যপারে আটককৃতদের বিরুদ্ধে ৫টি নিয়মিত মামলা রুজু করেন নৌ পুলিশ।
সব মিলিয়ে গত ২ মাসে অর্থাৎ ( ১মার্চ’২৩ খ্রিঃ থেকে ৩০ এপ্রিল ‘২৩ খ্রিঃ) পর্যন্ত নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ১ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৬’শ মিটার কারেন্ট জাল ও ২’শ ৮২ কেজি জাটকা ( ৪০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা) জব্দসহ মোট ২৫জন অসাধু জেলেকে আটক করে। জব্দ তালিকায় রয়েছে ৫টি ইঞ্জিন চালিত নৌকা। নিয়মিত মামলাও হয়েছে ৫টি । এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি।
এদিকে ২ মাস অলস সময় কাটিয়ে গত ৩০ এপ্রি’২৩ খ্রিঃ মধ্য রাত থেকেই নদীতে ইলিশ শিকারে নেমেছে জেলেরা। নদীতে কোথাও কোথাও ইলিশের সন্ধান মিলেছে আবার অনেকেই কাঙ্খিত ইলিশ শিকার করতে না পেরে হতাশ।