সেনাবাহিনী প্রধান জেনারেল মুহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যার’ যেদিন অবসরে যাবেন ঐদিন তা’কে লেফটেনেন্ট জেনারেল থেকে সম্মানজনক “জেনারেল” পদে পদোন্নতি দেয়া হয় । যেমনটি আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল মোহাম্মদ আতাউল গণী ওসমানী স্যারকে সম্মানজনক “জেনারেল” পদে পদোন্নতি দেয়া হয়েছিল । ২০০১-২০০৬ মেয়াদে চারদলীয় জোট সরকারের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন লেফটেনেন্ট জেনারেল মাহবুবুর রহমান স্যার। তিনিই মুলতঃ ম্যাডাম খালেদা জিয়া’কে বুঝিয়ে জেনারেল মুহম্মদ মুস্তাফিজুর রহমান স্যারের “জেনারেল” পদবী বাতিল করে দেন । এ বিষয়ে জেনারেল মুহম্মদ মুস্তাফিজুর রহমান স্যার, লেফটেনেন্ট জেনারেল মাহবুবুর রহমান স্যার’কে এভাবে আকুতি করে অনুরোধ করেছিলেন “”দেখুন; আমার জেনারেল পদবী বাতিল করে আমাকে অপমাণ করবেন না । আমাদের দু’জনের বাড়ী একই এলাকায় – উত্তরবঙ্গে । দু’জনই ইঞ্জিনিয়ারিং কোরের অফিসার । দু’জনই সেনা প্রধান ছিলাম”” । কিন্তু তাতে লেফটেনেন্ট জেনারেল মাহবুবুর রহমান স্যারের মন গলেনি । শেষ অবদি জেনারেল মুহম্মদ মুস্তাফিজুর রহমান স্যারের সম্মানজনক “জেনারেল” পদবী বাতিল করে দেন । জেনারেল মুহম্মদ মুস্তাফিজুর রহমান স্যার আজ বেঁচে নেই । তিনি তাঁর হারানো সম্মান নিয়েই ইন্তেকাল করেছেন । কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস; লেফটেনেন্ট জেনারেল মাহবুবুর রহমান স্যার রাজনীতি করতে গিয়ে জনসম্মুখে তারই দলের কর্মীদের হাতে জুতা পেটা খেয়েছেন, যা তাঁর জীবনে কলঙ্ক হিসেবে বয়ে বেড়াচ্ছেন । একেই বলে প্রকৃতির প্রতিশোধ ।
আপডেট টাইম : শুক্রবার, জুন ৪, ২০২১, ১৮৩ বার পঠিত

দয়া করে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরীর আরো খবর
আজকের দিন-তারিখ
- বৃহস্পতিবার (রাত ৯:১৫)
- ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
- ৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
- ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)