ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে রাউজান উপজেলা প্রশাসন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে রাউজান উপজেলা প্রশাসন।১৩ মে শনিবার সকালে রাউজান উপজেলা পরিষদ হলে ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় এক প্রস্তুতি সভায় এই তথ্য জানিয়েছেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।এসময় তিনি ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিগণ সাধারণ মানুষের পাশে থাকার জন্য করার আহ্বান জানান। রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ,উপজেলা প্রকৌশলী আবুল কালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আলম,প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, কৃষি অফিসার ইমরান হোসাইন, রাউজান থানার ওসি, আবদুল্লাহ আল হারুন প্রমুখ। অপরদিকে নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেন জানিয়েছেন ইউপি চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদার। এক প্রস্তুতি সভায় তিনি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের নিয়ে একশত জন স্বেচ্ছাসেবকের তালিকা করে কমিটি গঠন করেন।ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও অদুদিয়া উচ্চ বিদ্যালয়কে নিরাপদ আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।এছাড়াও যেই কোনো পরিস্থিতি মোকাবেলায় জনসাধারনকে ভীত না হয়ে নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ৩:৫৩)
  • ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০