হালদায় পুরোদমে ডিম ছাড়েনি মা মাছ-মিলেছে নমুনা ডিম

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ নামে ঘোষিত প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, জোয়ার-ভাটার নদী হালদায় কার্পজাতীয় (রুই, কাতলা, মৃগেল, কালিবাউস) মা মাছ অল্প‘নমুনা ডিম’ছেড়েছে।বৃহস্পতিবার (১৮ মে) হালদা নদীর নয়াহাট এলাকার কয়েকটি পয়েন্টে অল্প নমুনা ডিম ছেড়েছে বলে এই তথ্য জানিয়েছে নদী পাড়ের ডিম সংগ্রহকারীরা।বুধবার (১৭ মে) বিকালেও নদীর কিছু কিছু অংশে এ নমুনা ডিম পাওয়া যায়।বজ্রপাতসহ বৃষ্টিতে পাহাড়ি ঢল হালদায় প্রবেশ করলে মা মাছ পুরোদমে ডিম দেবে বলে আশা করছেন ডিম সংগ্রহকারীরা। সরেজমিনে দেখা গেছে হালদার নদীর দু’পাড়ে ডিম সংগ্রহকারীরা হালদার কাগতিয়ার আজিমের ঘাট, খলিফার ঘোনা,পশ্চিম গহিরা অংকুরী ঘোনা, বিনাজুরী, সোনাইর মুখ, আবুরখীল, খলিফার ঘোনা, সত্তারঘাট, দক্ষিণ গহিরা, মোবারকখীল, মগদাই, মদুনাঘাট, উরকিচর এবং হাটহাজারী গড়দুয়ারা, নাপিতের ঘাট, সিপাহির ঘাট, আমতুয়া, মার্দাশা এলাকায় নৌকা, বাঁশের ভেলা ও জাল নিয়ে অপেক্ষার প্রহর গুনছে।ডিম সংগ্রহকারী রোশাগির আলম ও কামাল সওদাগর জানান,এখনো পুরোদমে ডিম ছাড়েনি মা মাছ।আরো টানা দুই-তিনদিন বজ্রপাতসহ বৃষ্টি পাহাড়ি ঢল নেমে এলে হালদায় ডিম দেবে মা মাছ।হালদা নদীর উপর পিএইচডি ও মাস্টার্স থিসিস ডিগ্রি অর্জনকারী হালদা গবেষক ড. শফিকুল ইসলাম বলেন, এপ্রিল থেকে শুরু হওয়া প্রজনন মৌসুমের তিনটি জোঁ অতিক্রম হলেও হালদায় দেখা মেলেনি কার্পজাতীয় মাছের কাঙ্ক্ষিত ডিমের। কিন্তু মঙ্গলবার থেকে শুরু হওয়া চতুর্থ জোঁ এর গতকাল বুধবার রাতে হালদার কিছু কিছু স্পনিং গ্রাউন্ডে খুবই সামান্য পরিমাণে নমুনা ডিমের উপস্থিতি দেখা যায়। পর্যাপ্ত বৃষ্টিপাতসহ পাহাড়ি ঢল নামলে দুই-একদিনের মধ্যে ডিম ছাড়বে কার্পজাতীয় মা মাছ।রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকর বলেন, হালদা নদীতে এখনো ডিম ছাড়েনি মা মাছ। তবে কিছু কিছু স্পনিং গ্রাউন্ডে সামান্য নমুনা ডিমের দেখা মিলেছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (দুপুর ১:৪৯)
  • ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১