কবিতা: অবসর – কবি বি এম ওমর ফারুক

বাড়ছে দেশে প্রতিদিনই শিক্ষিত বেকার
জুয়াখোর নেশাখোর অবসরের শিকার।
পেনশন নিয়ে যারা আছেন অবসরে,
কাজ ছাড়া ঘরে বসে কাটে দিন কি করে।
ট্যাক্স খাজনা বিল বাড়ায় নতুন কৌশলে
মিছিল-মিটিং খুন হয় অবসরের ফলে।
নদীতে মাছ নেই জেলে দেনার চিন্তা করে
মহাজনরা দাদন দিয়ে থাকে অবসরে।
নাই কোনো ভয় ডর গতর যা,র নির্ভর
খেলা দেখে দিনভর সব যেন অবসর।
অবসরে হানিমুন করে সঙ্গে নিয়ে নারী
মেহনতের ছাপ নিয়ে শ্রমিক ফিরে বাড়ি।
ফুটপাতে ক্যানভাসার বসায় শুধু মজমা
অবসর লোক গুলো হচ্ছে সেথায় জমা।
সব কবি কবিতা লিখেন বসে অবসরে
ব্যস্তআমি কবিতা লিখি কাজের অবসরে ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ১১:৫৫)
  • ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০