পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে ফয়সাল মাহাবুব শুভ স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের-২০২৩ এর ফাইনান ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ক্রিকেট একাডেমীর আয়োজনে পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ¦ মো: হাবিববুর রহমান মালেক এর সার্বিক সহযোগীতায় টেপটেনিস ক্রিকেট কাপ-২০২৩ এর ফাইনান খেলার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে টুর্নামেন্টের শেষ হয়।
ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক নুরুল হুদা আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মান্নান সাইফুল, সাংগঠনিক সম্পাদক শুভ দ্বীপ সিকদার, সমাজকল্যান বিষয়ক সম্পাদক অমিত বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম।
ফাইনাল খেলায় টস জিতে আদর্শপাড়া একাদশ ১০ ওভারে ৯১ রান করেলে জবাবে বিজনেস ওয়ারিয়াস ৭ ওভার ৪ বলে জয়ের লক্ষে পৌঁছে যায়। ৬১ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয় আরিফুর রহমান তুর্য।
পিরোজপুর প্রতিনিধি