ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০মে মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঝালকাঠি জেলা পুলিশে কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন, একই সাথে তাদের বিভিন্ন সমস্যার কথা শ্রবণ করেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন।
উক্ত কল্যাণ সভা শেষে ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিন সরকার,(ঝালকাঠি সদর থানা), শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই(নিঃ)/মোঃ আরিফীন ইসলাম, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই (নিঃ)/সুবর্ণ চন্দ্র দে, এএসআই (নিঃ)/মোঃ কাওসার আহম্মেদ সিদ্দিকীকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করা হয়। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার, শংকর কুমার দাস, (ক্রাইম আন্ড অপস) জনাব মোঃ মাসুদ রানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( রাজাপুর সার্কেল ) সহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।