চিলমারী-রৌমারী নৌ পথে ফেরি চলাচল শুরু হবে বর্ষা মৌসুমে

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদ দ্বারা বিছিন্ন কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলাকে জেলা শহরের সাথে যুক্ত করতে চিলমারী-রৌমারী নৌ-পথে চালু হবে ফেরি চলাচল। এই বর্ষা মৌসুমে চালু হতে যাচ্ছেন বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এস এম ফেরদৌস আলম। এতে করে জেলা শহর থেকে যাতায়াতের অনেক ভোগান্তি থেকে মুক্তি পেতে যাচ্ছেন ব্রহ্মপুত্র বিচ্ছিন্ন রৌমারী ও রাজীবপুর উপজেলাবাসী জনগণ। আজ শুক্রবার (২রা জুন) দুপুর ১২টার দিকে চিলমারী নৌ-বন্দর এলাকায় চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচলের সম্ভাব্য ফেরিরুট নির্ধারণ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় ফেরিরুট নির্ধারণ পরিদর্শন প্রতিনিধিদল নদী-বন্দর এলাকা পরিদর্শন কালে সাংবাদিকদের সাথে সাক্ষাতের সময় এসব কথা বলেন। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আরো বলেন, ফেরিরুট নির্ধারণের জন্যে ইতিপূর্বে সার্ভে করা হয়েছে। নদীর গতিপথ, জনচাহিদা এবং ব্রহ্মপুত্র নদের বারবার গতি পরিবর্তনের চ্যালেঞ্জ মাথায় রেখেই আমরা ফেরিরুট নির্ধারণ করব। উপযুক্ত স্থান পেলে পল্টুন স্থাপনসহ আরও বিভিন্ন কার্যক্রম দ্রুত গ্রহণ করা হবে। পরিদর্শন প্রতিনিধিদলে বিআইডব্লিউটিসি এর পরিচালক (বাণিজ্যে) এসএম আশিকুজ্জামান, বিআইডব্লিউটিসি এর জিএম (মেরিন) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধিদল স্পিড বোডে করে রৌমারী নৌ-রুট পরিদর্শন ও স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৭:০২)
  • ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০