ইপিজেডের সিমেন্ট ক্রসিং এলাকায় পুলিশের অভিযানে ১২০ লিটার দেশীয় মদসহ ১জন কে আটক

ডেস্ক নিউজ:০৬জুন,চট্টগ্রাম
নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ৩৯নংওয়ার্ডস্থ সিমেন্ট ক্রসিং এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ করিমের নির্দেশক্রমে এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন, এএসআই (নিঃ) মোঃ শামীম আহমেদ সঙ্গীয় ফোর্সসহ পুলিশ টিম‌ গত ২৮ মে ও একই সূত্র ধরে সম্প্রতি সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ নির্বাণ জ্যোতি চাকমা নামে এক যুবক কে আটক করেছেন।

ধৃত ব্যক্তিকে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন উৎস থেকে চোলাইমদ সংগ্রহ করে ঘটনাস্থল ও আশপাশের এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। ধৃত ব্যাক্তিকে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
এছাড়া এর সাথে আরও জড়িত আসামিদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে বলে ইপিজেড থানা পুলিশের কর্তব্যরত ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (সকাল ৮:০২)
  • ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০