ভেড়ামারায় কঠোর লকডাউনে রাত্রিকালীন নিবারক অভিযান-নকল আকিজ বিড়ি সহ ৭ টি বিড়ি প্রতিষ্ঠানের ৫,০০,০০০ শলাকার জালব্যান্ডরোল যুক্ত বিড়ি আটক

ভেড়ামারায় লকডাউনের এই সময়ে রাত্রিকালীন সময়ে মানুষ যখন ঘুমে অচেতন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুষ্টিয়া সার্কেল-২, ভেড়ামারার নিবারক দল তখন ব্যস্ত উপজেলার ১২ মাইল এলাকায় নিবারক অভিযান পরিচালনায়। কেননা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর এর কমিশনার মহোদয়ের নিকট গোপন সংবাদ ছিলো যে, ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকা দিয়ে নকল এবং জাল ব্যান্ডরোল যুক্ত বিভিন্ন বিড়ির চালান দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেয়া হচ্ছে। সংঘবদ্ধ চক্রটি প্রায়ই এ কাজ সুকৌশলে করে যাচ্ছিলো বলে খবর ছিলো। কমিশনার মহোদয়ের উক্ত সংবাদের ভিত্তিতে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ, কুষ্টিয়া এর ডিসি মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় এবং কুষ্টিয়া সার্কেল-২ ভেড়ামারা এর রাজস্ব কর্মকর্তা জনাব মোঃ নওশের আলী মুন্সীর নেতৃত্বে একটি নিবারক দল গত ২১/০৬/২০২১ ইং তারিখে কঠোর লকডাউনের এই সময়ে করোনাভীতিকে উপেক্ষা করে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের দায়বদ্ধতা থেকে রাত ১১.০০ ঘটিকায় ভেড়ামারা উপজেলার ১২ মাইল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। দীর্ঘসময় সুকৌশলে অবস্থান নেয়ার পর বিভিন্ন বিড়ি প্রতিষ্ঠানের সর্বমোট ৫,০০,০০০ শলাকা বিড়ি রাস্তা সংলগ্ন একটি পরিত্যাক্ত গৃহ হতে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত বিড়ি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া -০২, ভেড়ামারা দপ্তরে নিয়ে এসে জমা প্রদান করা হয়। আটককৃত উক্ত চালানের বিষয়ে মূসক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পণ্যের বিবরণ: ব্রান্ড: নকল আকিজ বিড়ি পরিমাণ : ১,০,০০০ শলাকা বাজারমূল্য : ৭২,০০/ টাকা জড়িত রাজস্ব : ৩২,৭০০/ টাকা ব্রান্ড: আজিজ বিড়ি পরিমাণ : ১,০,০০০ শলাকা বাজারমূল্য : ৭২,০০/ টাকা জড়িত রাজস্ব : ৩২,৭০০/ টাকা ব্রান্ড: মাহি বিড়ি পরিমাণ : ৫০,০০০ শলাকা বাজারমূল্য : ৩৬,০০০/ টাকা জড়িত রাজস্ব : ১৬,৩৫০/ টাকা ব্রান্ড: ইয়াসিন বিড়ি পরিমাণ : ৫০,০০০ শলাকা বাজারমূল্য : ৩৬,০০০/ টাকা জড়িত রাজস্ব : ১৬,৩৫০/ টাকা ব্রান্ড: পাঞ্জা বিড়ি পরিমাণ : ১,০০,০০০ শলাকা বাজারমূল্য : ৭২,০০০/ টাকা জড়িত রাজস্ব : ৩২,৭০০/ টাকা ব্রান্ড: বকুল বিড়ি পরিমাণ : ৫০,০০০ শলাকা বাজারমূল্য : ৩৬,০০০/ টাকা জড়িত রাজস্ব : ১৬,৩৫০/ টাকা ব্রান্ড: রকি বিড়ি পরিমাণ : ৫০,০০০ শলাকা বাজারমূল্য : ৩৬,০০০/ টাকা জড়িত রাজস্ব : ১৬,৩৫০/ টাকা অর্থাৎ সর্বমোট জড়িত রাজস্ব ১,৬২,০০০/- টাকা। কমিশনার মহোদয়ের নির্দেশালোকে এবং বিভাগীয় কর্মকর্তার তত্ত্বাবধানে নিয়মিত মূসক আহরণের পাশাপাশি মূসকবিহীন, অবৈধ, নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট, বিড়ি, জর্দা ও গুল জাতীয় সম্পুরক শুল্কযুক্ত পণ্যসহ সকল মূসক ফাঁকির বিরুদ্ধে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-০২ ভেড়ামারা,কুষ্টিয়া নিবারক টীম সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এরুপ নিবারণী কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (বিকাল ৪:০০)
  • ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই রমজান, ১৪৪৫ হিজরি
  • ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১