ইউপি নির্বাচন না হলে বর্তমান জনপ্রতিনিধিরাই দায়িত্বে থাকবেন

ইউপি নির্বাচন না হলে বর্তমান জনপ্রতিনিধিরাই দায়িত্বে থাকবেন করোনা মহামারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত না হলে বর্তমান পরিষদের জনপ্রতিনিধিরাই দায়িত্বে থাকবেন-এমনটা জানিয়েছেন স্থানীয় সরকার সচিব। করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন অবনতি হচ্ছেই। সংক্রমণ কমাতে এরইমধ্যে বিধিনিষেধ জারি করা হয়েছে,করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ অব্যাহত থাকলে ইউপি নির্বাচনের ভোট না নেয়ার আভাস দিলেন স্থানীয় সরকার সচিব। তিনি বলেন করোনার কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না হলে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত বর্তমান পরিষদের জনপ্রতিনিধিরাই কাজ চালিয়ে নেয়ার যে বিধান রয়েছে, সেটিরই চিন্তাভাবনা করা হচ্ছে, সোমবার (২৮ জুন) রাতে গণমাধ্যমের কাছে এ তথ্য জানান স্থানীয় সরকার সচিব। করোনা সংক্রমণের মধ্যেই গেল ২১ জুন ২০৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হয়। তবে, বেশকিছু স্থানে পরিস্থিতি অবনতি হওয়ায় ১৬৭টি ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত করা হয়। প্রসঙ্গত, গেল ৩রা মার্চ ৩৭১টি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১১ এপ্রিল ভোটগ্রহণের কথা ছিলো করোনার কারণে ভোট স্থগিত করা হয়। এরপর ভোটের তারিখ পুনঃনির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ৯:১৯)
  • ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০