মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১০টায় সুজাপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরবমুক্তি যোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো.আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতার রহমান মিল্টন,পৌর মেয়র মাহমুদ আলম লিটন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান,ইউপি চেয়ারম্যান উপাধক্ষ শাহ্ মো.আব্দুল কুদ্দুস,উপজেলা শিক্ষা কর্মকর্তা হাছিনা ভূইয়া প্রমুখ।
উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌর সভার
৮টি বালক দল এবং ৮টি বালিকা দল নিয়ে শুরু হওয়া প্রাথমিকের খুদে ফুটবল খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টের সমাপনী সোমবার ৩১জুলাই অনুষ্ঠিত হবে।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল:০১৭৭০০৭০১১১