বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফুটবল দল, চাঁদপুর সদর উপজেলা পর্যায়ে কোয়ার্টার ফাইনালে।
অদ্য ৯/৯/২০২৩ রোজ শনিবার চাঁদপুর সদর উপজেলায় সরকারি টেকনিক্যালস্কুলে সকাল ১০ঃ৩০ মিনিট থেকে বিভিন্ন স্কুলের ফুটবল দল অংশগ্রহণ করেন। নক আউট পর্বে খেলায় বাবুরহাট স্কুল একাদশ বনাম শহীদ জাবেদ পৌর একাদশঅংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের মধ্যে উভয় দল কোন গোল করতে পারেনি কিন্তু ট্রাইবেকারে বাবুরহাট স্কুল এন্ড কলেজ ৫-৬ সেটে জয়লাভ করে। খেলা শেষে অধ্যক্ষ মহোদয় সকল খেলোয়াড় ও খেলার সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষকদের ধন্যবাদ জানান। বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ফুটবল দল সকলের কাছে দোয়াপ্রার্থী যেন ফাইনাল চ্যাম্পিয়ন হয়ে চাঁদপুর জেলার খেলায় চাঁদপুর সদর উপজেলার নেতৃত্ব দিতে পারে ।