সিলেট ক্লাব লি: এর বৃক্ষরোপন কর্মসূচী ২০২৩ সম্পন্ন

 

আবদুল কাদির জীবন, সিলেট মহানগর প্রতিনিধি : সিলেট ক্লাব লি: এর বৃক্ষরোপন কর্মসূচী ০২ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট সেডিয়ামে সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট মুহিতুল বারী রহমান, বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য ও ক্রিকেট সেক্রেটারী ফরহাদ কোরেশী, ভাইস প্রেসিডেন্ট হানিফ আলম চৌধুরী, ডিরেক্টর এডমিন মুফতি তাহের আহমদ, ডিরেক্টর ফাইন্যান্স মোহাম্মদ হানিফ, ডিরেক্টর ফুড এন্ড একেমোডেশন রথীন্দ্র কুমার দাস নিশু, ডিরেক্টর স্পোর্টস এন্ড কালচার জিল্লুর রহমান সুমন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট সেডিয়ামের ম্যানেজার জয়দীপ দাস সুজক, ক্লাব সদস্য আবু সফিয়ান চৌধুরী মনি প্রমুখ।

বৃক্ষরোপন ২০২৩ কর্মসূচীর আওতায় জামরুল, বেল, ভুবি, আমড়া, লুকলুকি, বেলফই, লেওইর, গোলাপ জাম, সফেদা, আতাফল সহ প্রায় শতাধিক গাছের ছাড়া রোপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (দুপুর ২:৩২)
  • ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ