হাইমচরে সপ্রাবি শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ২য় বারে মত বিজয়ী

 

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৫৬ ভোট বেশি পেয়ে মোঃ নাছির উদ্দিন বিজয়ী হয়েছেন।

৮ ই জুন শনিবার হাইমচর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন ৪৪১ জন ভোটার মধ্যে ৪৩৪ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সাবেক কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন মাস্টার সাধারণ সম্পাদক পদে ভোটযুদ্ধে অংশ গ্রহন করেন। নির্বাচনে.মোঃ নাছির উদ্দীন ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতন প্রতিদ্বন্দ্বী মোঃ সালাউদ্দিন মাস্টার ১৮৯ ভোট পেয়েছে। সকাল ৯ টায় থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোটারা উৎসব সহকারে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করে। ভোট কেন্দ্র পরিদর্শন করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, জেলা পরিষদ সদস্য মোঃ খুরশিদ আলম শিকদার, প্রাথমিক শিক্ষক সমিতির বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি সভাপতি মোঃ আবুল কাশেম, চাঁদপুর জেলা কমিটির সভাপতি মোঃ মোস্তফা কালাম বাবু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি শেখ আবু জাফর, ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস কবিব প্রমূখ।

নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করে ফরিদগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি মোঃ বিল্লাল হোসেন। এ বিষয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন বলেন, অন্যায়ের বিরুদ্ধে ছিলাম বলে শিক্ষকরা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এ বিজয় সকল শিক্ষকের, এ বিজয় দূর্নীতির প্রতিরোধের। আমাকে সকল শিক্ষকরাই ভোট দিয়েছে। আমি সকল শিক্ষকদের কে নিয়ে কাজ করতে চাই। আমাকে ভোট দিয়েছে কে দেয় না সে বিচার করতে চাই না। সকলের ভোটে আমি বিজয় হয়েছি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৬:১৮)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১