রিক্সা চালকদের মাঝে তানিয়া ইশতিয়াক খানের রেইনকোট বিতরণ

স্টাফ রিপোর্টার:

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে
খেটে খাওয়া রিক্সা চালকদের বৃষ্টি থেকে রক্ষার জন্য
রেইনকোট বিতরন।

“বিজয়ীর বৃষ্টিময় ভালবাসা” স্লোগানে শনিবার (২৪শে মে) দুপুরে পুরান বাজারে বিজয়ীর কার্যালয়ের সামনে রেইনকোট বিতরণ করেন।

এ সময় বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন,পুরান বাজারের চালক ভাইয়ের আমার প্রতিবেশী,সুখে দুখে সব সময় কাছে পাই। এই বৃষ্টিতে ভিজে অনেক রিক্সাওয়ালা ভাইয়েরা অসুস্থ হয়ে পড়েন ও তাদের জীবিকা নির্বাহের বিঘ্ন ঘটে । বৃষ্টিতে যেন তাদের জীবিকা নির্বাহ করতে সমস্যা না হয়। সেজন্য আমাদের ব্যক্তিগত উদ্যোগে তাদের জন্য রেইনকোট এর ব্যবস্থা করেছি। এতে তাদের বৃষ্টি উপেক্ষা করে অর্থ উপার্জন করতে সহজ হবে।

রেইনকোট পেয়ে খুশি হয়ে রিক্সাওয়ালা সোহেল বলেন, অতিরিক্ত বৃষ্টিতে আমাদের রিক্সা চালাতে অনেক কষ্ট হয়। এই ভেজা শরীর নিয়ে সারাদিন রিক্সা চালাতে হয়। তানিয়া আপার কাছ থেকে রেইনকোট পেয়ে আমরা অনেক আনন্দিত। এজন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।

এ সময় উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান,টিম বিজয়ীর সদস্য কান্তা দে, আহমেদ বর্ষাসহ এলাকার সুধীজন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ৪:০১)
  • ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ