চাঁদপুরে রিজন এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

মানসম্মত পণ্য ও টেকসই ব্র্যান্ডের অপর নাম “রিজন”এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের সেবা সিটি সেন্টারে দেশি ও বিদেশি বিভিন্ন ব্রেন্ডের ছেলেদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করা হয়েছে।

রিজন এর স্বত্বাধিকারী নাজমুল হাসান রিমন এবং এনামুল হাসান রিসাদ এর মমতাময়ী মা রুবিনা আলম এবং বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান কেক ও ফিতা কেটে শুকবার (২৩শে মে) বিকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শোরুমের উদ্বোধন করেন।
এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন “রিজন” এ ছেলেদের সব ধরনের পোশাক রয়েছে। এখান থেকে ক্রেতারা নিজেদের চাহিদা অনুযায়ী পোশাক সংগ্রহ করতে পারবেন। আশা করি “রিজন” খুব দ্রুতই ক্রেতাদের আস্থা অর্জন করতে পারবে এবং এগিয়ে যাবে। ক্রেতারাও সহযোগিতার মাধ্যমে তাদের পাশে থাকবে। উদ্বোধন শেষে অতিথিদের সঙ্গে নিয়ে শোরুম ঘুরে দেখেন তানিয়া ইশতিয়াক খান।

এ সময় এক সাক্ষাৎকারে রিজন এর স্বত্বাধিকারী রিমন বলেন’সেবা সিটি সেন্টারের তিনতলায় লিফটের দ্বিতীয় তলা (দোকান নাম্বার ৩২০)আজকে ওপেনিং হতে যাচ্ছে এক্সক্লুসিভ শোরুম রিজন। এখানে চায়না ইন্ডিয়ান এবং থাইল্যান্ডের এক্সক্লুসিভ আইটেম ছেলেদের শার্ট-প্যান্ট ড্রপ শোল্ডার টি শার্ট,পোলো,ভেগি প্যান্ট , কার্গো প্যান্ট, ফরমাল প্যান্ট,গেবাডিং প্যান্ট, জিন্স প্যান্ট পাওয়া যাবে।এছাড়া আনুষঙ্গিক চশমা ক্যাপ বেল্ট হাতের রিং মানিব্যাগ ইত্যাদি পাওয়া যাবে ।প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে প্রত্যেক প্রোডাক্ট এর উপর ২০%-৪০% বিশেষ ডিসকাউন্ট থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ৩:৫৮)
  • ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ