বগুড়ায় ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট লীগে পুলিশ লাইন্স চ্যাম্পিয়ন

প্রেস বিজ্ঞপ্তি : সোমবার (৯ মে) বগুড়া  শহীদ চাঁন্দু স্টেডিয়াম প্রাইম ব্যাংক লিঃ এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজন প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট লীগ ২০২১-২২ ফাইনাল খেলায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ ৯ উইকেটে বগুড়া বিয়াম মডেল স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। অপরদিকে রানার আপ হয়েছেন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ। এদিন বিকেল ৫টায় ফাইনাল খেলা শেষে বিজয়ীদর মাঝ পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  মাসুদুর রহমান মিলনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন  জেলার অতিঃ পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ হাসন ঝুনু, জেলা ক্রীড়া সংস্থার অতিঃ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, প্রাইম ব্যাংক বগুড়া শাখার হেড অব ব্রাঞ্চ নাজমুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য- ইমদাদুল হক রত্ন, জামিলুর রহমান জামিল, সহিদুল ইসলাম স্বপন, জাকিয়া সুলতানা আলেয়া, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, জেলা কোচ রিফাত মাহমুদ ও স্কুল সমূহের শিক্ষকগণ।
সোমবার সকালে টস জিতে বিয়াম মডেল স্কুল এন্ড কলজ প্রথম ব্যাট করতে নেমে ৩১.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১০ রান কর। দলের পক্ষে মারুফ-২৮, সাম্য-২৩, ইলমান-২০, রান কর। প্রতিপক্ষর বালার আত্মিক-৩টি, নাবিয়াত-২টি, রাফি-২টি কর উইকেট লাভ করে।  ১১১রানের টার্গেটে খেলতে নেমে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ২৩.৫ ওভার ১ উইকেট হারিয়ে ১১২ রান করে। দলের পক্ষে বনি-৪৭, নাবিয়াত-৪০ রান কর। প্রতিপক্ষর বোলার- রাজিব-১টি উইকেট লাভ কর। খেলা পরিচালনা করেন আম্পায়ার বিপুল ও রাহিদ, স্কোরে ছিলেন কানু।  পুরষ্কার বিতরণ শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের সাথে ফটো সেশনে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (রাত ৮:৪৬)
  • ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি
  • ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১