ফরিদগঞ্জে মাদকসহ ৩ যুবক পুলিশের জালে আটক

 

মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ১৩শ গ্রাম গাঁজা জব্দ করে ৩ যুবককে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে, গত বুুধবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি)  মোহাম্মদ শহীদ হোসেনের নিদর্শনায় উপ-পুলিশ পরিদর্শক মো. নুরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধানুয়া-গাজীপুর ব্রীজ এলাকায় অভিযান পরিচলনা করে ধানুয়া গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে মো. ফারুক পাটওয়ারী (৪৬) ও একই এলাকার আশ্রাফ আলী বেপারীর ছেলে সুমন বেপারী(২০ কে এক কেজি গাঁজাসহ আটক করা হয়।

অপরদিকে উপ-পরিদর্শক মো. একরামুল হক’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৌর এলাকার কাছিয়ারা গ্রামে অভিযান পরিচালনা করে সাফুয়া গ্রামের আ. সালামের ছেলে ফয়সাল (২৪) কে ৩শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ শহীদ হোসেন জানান,  আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়নিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ১২:২৮)
  • ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৩ই জিলকদ, ১৪৪৪ হিজরি
  • ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০