দারিদ্র্য বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশনের পরিচয়পত্র প্রদান ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় মানবাধিকার ও সামাজিক সংস্থা দারিদ্র্য বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশনের কর্মীদের মাঝে পরিচয়পত্র প্রদান ও সাংগঠনিক আলোচনা সভা গতকাল ২৩ জুলাই শনিবার বিকাল পাঁচটায় সংগঠনের বিশ্বকলোনীস্থ প্রধান কার্যালয়ে সংস্থার ভাইস চেয়ারম্যান মো. সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান ও জাতীয় মানবাধিকার নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ হান্নান চৌধুরী রানা। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আকতার হোসাইন নেজামী।
সভায় বক্তারা বলেন, সমাজের সকল মানুষ নিজ নিজ সাধ্যমতো মানুষের মানবিক কল্যাণে এগিয়ে এলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হবে। এর মধ্য দিয়ে উন্নত সমাজ বিনির্মাণ সম্ভব হবে। বক্তারা সকলকে মানবাধিকার প্রতিষ্ঠার আরও জোরালো ভূমিকা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ আবু হানিফ জনি, এডভোকেট আবদুর রহমান জুয়েল, মো. আবদুর রাজ্জাক, মো. আলী আকবর, মো. হেলাল উদ্দিন, মো. লিটন, মো. মিজবাহ উদ্দিন তালুকদার। আলোচনা সভা শেষে সংগঠনের চেয়ারম্যান সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (দুপুর ১:৩৭)
  • ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০