কবি গবেষক দেওয়ান মুফিদ রাজা চৌধুরীর মৃত্যুতে সিলেট মোবাইল পাঠাগারের শোক

 

আবদুল কাদির জীবন, সিলেট মহানগর প্রতিনিধি : সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান দেওয়ান এ.এইচ মাহমুদ রাজা চৌধুরীর পিতা কবি ও গবেষক দেওয়ান মুফিদ রাজা চৌধুরী ২৭ জুলাই বুধবার সকাল সাড়ে ৮ টায় সিলেটের মাউন্ট এডোরা হসপিটালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রা’জিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
বুধবার বাদ জোহর হযরত শাহজালাল (র) মাজার মসজিদে জানাজার নামায অনুষ্ঠিত হবে। লেখক, কবি, সাংবাদিক, সাহিত্যিক, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিয়ার সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন জানাজায়।
তাঁর মৃত্যুতে প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান সিলেট মোবাইল পাঠাগারের কার্যকরী পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট মোবাইল পাঠাগারের সহ সভাপতি বশির উদ্দিন আহমদ, মহীউদ্দিন চৌধুরী মিনার, সালেহ আহমদ খসরু, সৈয়দ মুবিন আহমদ মবনু ও আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, সাধারণ সম্পাদক আব্দুস সাদেক লিপন, যুগ্ম সম্পাদক হেলাল হামাম, সহ সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলী, কোষাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ তাহের, সাহিত্য সম্পাদক বেলাল আহমদ চৌধুরী, পাঠাগার সম্পাদক অরুপ নাগ, সদস্য কর্নেল অেব:) আতাউর রহমান, জগলু চৌধুরী, সেলিম আউয়াল প্রমুখ।
কবি দেওয়ান মুফিদ রাজা চৌধুরীর দ্বিতীয় নামাজে জানাজা বাদ মাগরিব দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া গ্রামে অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হবে।
উল্লেখ্য, কবি দেওয়ান মুফিদ রাজা চৌধুরী ১৯৪০ সালে ২০ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া পরগণার পানাইল গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম দেওয়ান রওফুর রাজা চৌধুরী ও মাতা মরহুমা বেগম নওবেদুন্নেছা চৌধুরী (খুশবু)।
গবেষক দেওয়ান মুফিদ রাজা চৌধুরী গ্রামের প্রাইমারি স্কুল, সিলেট দি এইডেড হাইস্কুল, সুনামগঞ্জ গভর্নমেন্ট জুবিলি হাইস্কুল, সুনামগঞ্জ গভর্নমেন্ট কলেজ এবং পরে নরসিংদি কলেজে আই.কম পর্যন্ত পড়াশোনা করেণ।
দেওয়ান মুফিদ রাজা চৌধুরী একজন শক্তিমান কবি ছিলেন। তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘মৌচাক’ ২০০৭ সালে প্রকাশিত হয়। তারপর ‘বিয়ে’, ‘জলের বসন্ত গেলে’, ‘পরস্তা’ ‘বাশ থেকে চাঙ্গা বড়’ ও ‘পানাইল রাজাবাড়ি মসজিদের ইতিহাস’ প্রকাশিত হয়। সবশেষে তাঁর গবেষণা গ্রন্থ ‘সিলেটের আঞ্চলিক ভাষার অভিধান’ ও ‘গানের পাণ্ডুলিপি’ অপ্রকাশিত। বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ১১:৪২)
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০