পলাশে কাঁচামরিচ ২৮০, বেড়েছে চাল-মুরগি ও ডিমের দাম

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশের বাজারে বেড়েছে চাল, মুরগি, ডিম, কাঁচামরিচ ও বিভিন্ন সবজির দাম। দশদিনের ব্যবধানে খুচরা বাজারে সরু ও মোটা চাল কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা। প্রতি হালি ডিমে বেড়েছে ২ টাকা। কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়। মাছের বাজারও চড়া।

গতকাল রবিবার ও আজ সোমবার পলাশ উপজেলার বেশ কয়েকটি বাজারে এমন মূল্য বৃদ্ধি করা হয়েছে। সবজির বাজারে গিয়ে দেখা যায়, বেগুন প্রতি কেজি ৫০ টাকা, টমেটো ১৫০ টাকা, পটল ৩০ টাকা, মুলা ৩০ টাকা, কাঁচামরিচ ৩০০ টাকা, শশা ৪০ টাকা, গাজর ১৪০ টাকা, ধনে পাতা ১২০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, চিচিঙা ৪০ টাকা, ঝিঙে ৫৫ টাকা, বরবটি ৬০ টাকা, কাকরোল ৪৫ টাকা, পেঁপে ২০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা ও চাল কুমড়া ৩০ টাকা, দোশি ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে আলু প্রতি কেজি ২৭-২৮ টাকা, দেশি পেঁয়াজ ৪০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৩০ টাকা, দেশি আদা ৮০ টাকা, চীনা আদা ১২০ টাকা, দেশি রসুন ৮০ টাকা, চীনা রসুন ১২০ টাকা, প্যাকেট আটা ৫০ টাকা, প্যাকেট ময়দা ৬৫ টাকা, খোলা চিনি ৮০ টাকা, প্যাকেট চিনি ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। মোটা দানার মসুর ডাল ১০৫ টাকা ও ছোট দানার মসুর ডাল ১৩০ টাকা কেজি নেওয়া হচ্ছে।

বাজারে চালের দাম বেড়েছে। খুচরা বাজারে সরু মিনিকেট চাল ২ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৮-৭০ টাকা। একইভাবে ২-৩ টাকা বেড়ে ভালো মানের বিআর-২৮ চাল কেজি বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকা।

মুরগি ব্যবসয়াী আদেল মিয়া জানান, ফারমের মুরগির দামও বেড়েছে। সোনালি মুরগির দাম কেজিতে ১৫ টাকা বেড়ে ২৮০ টাকা, ব্রয়লার ১৫ টাকা বেড়ে ১৫০ টাকা ও কক বা লেয়ার ২৬০ টাকা দামে বিক্রি হচ্ছে। ফার্মের ডিমের হালিতে ২ টাকা বেড়েছে। প্রতি হালি ডিম এখন ৪৪ টাকা। গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৮০ টাকা। আর খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯০০ টাকায়।

বাজারে মাছের দামও চড়া। মাঝারি ইলিশ ৮০০ থেকে ১০০০ হাজার, বড় রুই ও কাতল ৪০০-৪৫০ টাকা, বড় তেলা পিয়া মাছ ১৭৫ টাকা, চাষের শিং মাছ প্রতি কেজি ৬০০-৭০০ টাকা, কৈ ২৫০-২৭০, পাঙাশ ১৮০-২০০ টাকা, দেশি শিং ৯৫০-১০০০ টাকা, দেশি চিংড়ি (ছোট) ৯০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

ঘোড়াশাল সাদ্দাম বাজারে কেনাকাটা করতে আসা সোনিয়া জানান, ‘বাজারে কাঁচা মরিচের দাম সবচেয়ে বেশি বেড়েছে। এছাড়াও অন্যান্য জিনিসের দামও বেড়েছে। শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম সরকার বাড়িয়ে দেওয়ার কারণে সামনে সবকিছুর দাম আরও বাড়বে। এভাবে দাম বাড়তে থাকলে সংসারের খরচ অনেক বেড়ে যাবে। আর্থিক সমস্যায় অনেক কষ্টে দিন পার করতে হবে।

খুচরা মুদি দোকানি আনোয়ার হোসেন দাউদ বলেন, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে কয়েকটি পণ্যের দাম সামান্য কিছু বেড়েছে। তবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মুদি পণ্যেও প্রভাব পড়তে শুরু করেছে।’ এমন পরিস্থিতি চলতে থাকলে সামনে আরও বেশ কয়েকটি পণ্যের দাম বাড়বে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৭:৪২)
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০