নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ২ জন

অন্তর আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে আজ ৯(আগষ্ট) দুপুর ১২টায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বদলগাছী উপজেলার ১নং বদলগাছী ইউপির ৫নং ওয়ার্ডস্থ নওগাঁ-বদলগাছী সিএনজি স্ট্যান্ডে বদলগাছী রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে থেকে দশ কেজি শুকনা গাঁজা, যাহার অনুমান মূল্য ২,০০,০০০/-( দুই লক্ষ) টাকা ও মাদকদ্রব্য বিক্রয় কাজে ব্যবহৃত একটি লাল-কালো রংয়ের এপাসি আরটিআর-১৫০ সিসি মোটরসাইকেল সহ দুই জন কে আটক করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার ব্রাক্ষ্মমপাড়া উপজেলার আশাবাড়ী গ্রামের মো. মতিন মিয়ার ছেলে মো. ছাদেক মিয়া (৩৮) নওগাঁ বদলগাছী উপজেলার ঢেকরা মৃধাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. শাহিন আলম (৩৫)। এবং গাঁজা বিক্রেতার সঙ্গে যুক্ত পুলিশের উপস্থিতি পেয়ে পালিয়ে যায়। পলাতকরা হলেন, উপজেলার ঢেকরা মৃধাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছোট ছেলে
আবু সাইদ (৩৩) একই গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. মজিদুল ইসলাম (৪২)।

নওগাঁ জেলা প্রতিনিধি অন্তর আহমেদকে বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. জহুরুল হক বলেন,
তাদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু সহ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (দুপুর ২:০৪)
  • ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৩রা রমজান, ১৪৪৪ হিজরি
  • ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১