সোনাগাজীতে আত্মহত্যা প্রতিরোধে গনসচেতনতামূলক সভা

ফেনী প্রতিনিধি : “আত্মহত্যা প্রতিরোধ করি, সুন্দর জীবন গড়ি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে স্বেচ্ছাসেবী পরিবার সোনাগাজীর উদ্যোগে সোনাগাজী মোঃ ছাবের সরকারী পাইলট হাই স্কুলে গনসচেতনতামূলক সভা ১৩আগষ্ট শনিবার সকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। আত্মহত্যা প্রতিরোধে সোনাগাজী উপজেলা ব্যাপী গনসচেতনতা কার্যক্রম ‘আর নয় আত্মহত্যা’ শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
স্বেচ্ছাসেবী পরিবার সোনাগাজীর উপদেষ্টা ও চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবী পরিবার সোনাগাজীর সমন্বয়ক মোহাম্মদ ইকবাল হোসাঈন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস এম মঞ্জুরুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস, উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, সোনাগাজী মোঃ ছাবের সরকারী পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, ইনটেক প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল ইসলাম, শাহাপুর মুনষ্টার ক্লাবের সভাপতি নুরুল হুদা সায়েম, সোনাগাজী মডেল থানা মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, নজরুল ইসলাম সুমন, আনোয়ার হোসেন, আশিকুর রহমান, শিক্ষার্থী তানজিলা রহমান প্রভা প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলনা শহিদুল ইসলাম।
এছাড়াও সভায় স্বেচ্ছাসেবী পরিবার সোনাগাজীর অন্তর্ভুক্ত সংগঠন সোনাগাজী রিপোর্টার্স ইউনিটি, শাহাপুর মুনষ্টার ক্লাব, ব্লাড ডোনেট অর্গানাইজেশন, হ্যাপী ক্লাব সোনাগাজী, মানবতার ডাক, স্বেচ্ছায় রক্তদান, লায়ন স্পোর্টিং ক্লাব, মারকাযুন নূর ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সহ প্রায় আটশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আত্মহত্যা মূলত আত্মপ্রবঞ্চনারই নামান্তর। জীবন বিসর্জন দেওয়া কোন সমস্যার সমাধান নয়, কোন সফলতাও নয়, বরং চরম ও চুড়ান্ত ব্যর্থতা। আত্মহত্যা প্রতিরোধে করণীয় ও এর কূফল বর্ণণা সহ আত্মহত্যায় শিক্ষার্থীদের নিরুৎসাহীত করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ১০:২১)
  • ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০