রাউজান প্রতিনিধি:
রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ার বাসিন্দা সহদেব দাস তার শ্যালক প্রণব দাস। দুজন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হলেও একে অপরের প্রতিবেশি। সহদেব শিক্ষকতা করেন পূর্ব গুজরা ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয়ে আর শ্যালক প্রণব দাস শিক্ষকতায় আছেন দক্ষিণ রাউজানের পূর্ব কচুখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বাংলাদেশের এই দুই নাগরিক নিজেদের উপজেলায় পরম সুখ শান্তিতে পরিবার নিয়ে বসবাস করার সুযোগ থাকলেও তারা প্রায় এক যুগ আগে স্ত্রী ছেলে মেয়েদের পাঠিয়ে দিয়েছেন ভারতের পশ্চিম বঙ্গে। সেখানে বাড়ি ভিটা করে স্থায়ী বসবাসের ব্যবস্থা করে রেখেছেন সহদেব ও প্রণব। ঝিকুটি পাড়ার বাসিন্দরা জানিয়েছে স্কুলের লম্বা ছুটি ফেলে দুজন চলে যায় ভারতে স্ত্রী সন্তানদের কাছে দুই শিক্ষকের পরিবার ভারতের রেশন কার্ডসহ নাগরিক সুবিধা পাচ্ছেন। জানা যায় সহদেব তার গ্রামের ভিটা প্রতিবেশির কাছে বিক্রি করে দিয়েছেন। ঘরের একটি কক্ষে তিনি অস্থায়ী ভাবে এখন রাতে একাকি থাকেন। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় থাকা প্রণব দাস স্ত্রী সন্তান ভারতে বসবাসের কথা স্বীকার করে বলেন বিতর্ক এড়াতে পরিবারকে দেশে ফিরিয়ে আনবেন।