২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

 

অন্তর আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর বাংলায় সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৪ সালের ২১শে আগষ্টে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় নওগাঁয় র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল চার টার সময় শহরের সরিষা হাঁটির মোড় জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে থেকে জেলা মহিলা আওয়ামী লীগের এক রালি বের হয়ে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আব্দুর রহমান, সঞ্চালনা করেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিভাশ মজুমদার (গোপাল)।
বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার, সাধারণ সম্পাদক লিপি সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম তোতা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ নাসিম, জেলা যুবলীগের সভাপতি এ্যাড.খোদাদাত খাঁন পিটু, যুব মহিলা লীগের সভাপতি নাতিশা আলম, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক, মো. আমানুজ্জামান শিউল।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহিন মনোয়ারা হক, আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ওমর ফারুক সুমন,জেলা ছাত্র লীগের সভাপতি মো. সাব্বির রহমান রেজভী সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা ২১ আগস্ট হামলায় জড়িতদের দ্রুত রায় প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (দুপুর ২:১৬)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১