মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে জরুরি কাগজপত্র ও হেলমেট না থাকায় ৮ জন মোটরসাইকেল আরোহীকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার সকাল সাড়ে ১১ টায় পৌর শহরে নিমতলা মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রিয়াজ উদ্দিন।
এসময় থানা পুলিশ ও আনছার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন,মোটরসাইকেলের প্রয়োজনিয় কাগজপত্র ও হেলমেট না থাকায় ওই ৮ জন মোটরসাইকেল আরোহীকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায়
করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
মোবাইল:০১৭৭০০৭০১১১