মোঃবিলাল উদ্দিন,স্টাফ রিপোর্টারঃ
ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান লন্ডন প্রবাসী শাহজাহান খানের এর সাথে মতবিনিময় সভায় আয়োজন করা হয়েছে,
আয়োজিত’ অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন, আব্দুল হান্নান তরফদার মাসুদ,সভাপতি রাজনগর উলফেয়ার সোসাইটি।
সঞ্চালনায়- মইনুল ইসলাম সহ সভাপতি রাজনগর উলফেয়ার সোসাইটি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,
জালাল উদ্দিন ভারপ্রাপ্ত সভাপতি যুক্তরাজ্য আওয়ামীলীগ।
মোঃ সেলিম আহমেদ -যুগ্ম সাধারণ সম্পাদক সাউথ লন্ডন আওয়ামীলীগ।
রুহুল ইসলাম। সাধারণ সম্পাদক রাজনগর উলফেয়ার সোসাইটি।
কমিউনিটিক নেতা
আবদুল হান্নান, দিলু মিয়া,কুটি মিয়া,রেনু মিয়া, আব্দুল মান্নান, মুক্তি যোদ্ধা কমান্ডার-জগলু চৌধুরী, কবির মিয়া,জাকির হোসেন,জুনু মিয়াসহ আরো অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন, লন্ডনের বাংলাদেশীগ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা,উপস্থিত ছিলেন।