তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে গরু ও চোরসহ বিভিন্ন মামলায় দশজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, তালন্দ ইউপির বিলশহর গ্রামের মৃত আব্দুর রশীদের পুত্র খলিল উদ্দিন, জামাল উদ্দিন,কামাল উদ্দিন ও আব্দুল লতিফের পুত্র নাহিদ হাসান, মুন্ডুমালা পৌর এলাকার হুমায়ুন কবিরের পুত্র সুমন ইসলাম, কলমা ইউপির নয়টিপাড়া গ্রামের আবুল কালাম আজাদের পুত্র আতাউস সামাদ। এছাড়া চোরাই গরুসহ আটককৃতরা হলেন, পাঁচন্দর ইউপির আব্দুস সাত্তারের পুত্র জাহাঙ্গীর আলম,মৃত আব্দুর রহিমের পুত্র শুকুর আলী,মৃত আজিমউদ্দিনের পুত্র সাফিউল ইসলাম। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সারোয়ার হোসেন
০২ সেপ্টেম্বর /২০২২ইং