ফুলবাড়ী‌তে সা‌রের দোকা‌নে অ‌ভিযান,জ‌রিমানা আদায়

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপু‌রের ফুলবাড়ী‌তে অনু‌মোদন ছাড়াই সার বিক্রয়, মেয়াদ ও ক্রয় র‌শিদ না থাকায় দু‌টি সার ও কিটনাশ‌কের দোকা‌নে ২০হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুর ১২টায় উপ‌জেলা সড়কে মেসার্স উ‌র্মি ট্রেডার্স ও মেসার্স মন্ডল ট্রেডার্স‌কে এ জ‌রিমানা করা হয়। উপ‌জেলা নির্বা‌হী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মো. রিয়াজ উ‌দ্দিন‌ ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আই‌নে এই জ‌রিমান আদায় ক‌রেন।
উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার কৃ‌ষি‌বিদ রুম্মান আক্তার জানান, সা‌রের কৃ‌ত্রিম সংকট দূর কর‌তে ও ন্যায্য মূ‌ল্যে সার বিক্র‌য়ে উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিস নিয়‌মিত বাজার ম‌নিট‌রিং কর‌ছে। এরই ধারাবা‌হিকতায় ভ্রাম্যমান আদাল‌ত পরিচালনা করে উ‌র্মি ট্রেডার্স কে ৫ হাজার টাকা ও মন্ডল ট্রেডার্স কে ১৫ হাজার টাকা জ‌রিমানা আদায় করা হ‌য়ে‌ছে। উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিস মাঠপর্যা‌য়ে কাজ কর‌ায় প্রা‌ন্তিক কৃষকরা এর সুফল পা‌চ্ছে ব‌লেও জানান তি‌নি।
এসময় উপ‌স্থিত ছি‌লেন কৃ‌ষি সম্প্রসারণ অ‌ফিসার মো. শাহানুর রহমান সহ ফুলবাড়ী থানা পু‌লিশ ও আনছার সদস্যগণ।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল:০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (দুপুর ১২:০৪)
  • ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১