রাউজান প্রতিনিধি:
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান গশ্চি নয়াহাট শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:)”র ৩৪ তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার বাদে এশা গশ্চি নয়াহাট সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জেবর মুলুক।প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম।মহিন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য ইউছুপ আলী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা (গ) জোনের সমন্বয়কারী আবু মোঃ আক্কাছ উদ্দিন মানিক,নাজিমুদ্দিন কালু, রাউজান প্রেসক্লাবের সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ,আবু তাহের ভাণ্ডারী প্রমুখ।